সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট-বিএফআইইউ। একইসঙ্গে তাদের স্ত্রী-সন্তানদের ব্যাংক হিসাব থেকেও কোনো ধরনের লেনদেন না করতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া হয়েছে।
বিএফআইইউ থেকে বৃহস্পতিবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ দিনের জন্য স্থগিত থাকবে তাদের সব ব্যাংক হিসাব। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২৩(১)(গ) ধারায় তাদের হিসাবের যাবতীয় লেনদেন স্থগিত থাকবে।
পাশাপাশি দুই মন্ত্রী ও তার পরিবারের অন্য সদস্যদের নামে কোন প্রকার লকার সুবিধা নেয়া থাকলে সেটাও আগামী ৩০ দিন পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামাল ছাড়াও তার পরিবারের সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে কামালের স্ত্রী কাশমিরী কামাল, তার বড় মেয়ে কাশফি কামাল ও ছোট মেয়ে নাফিসা কামাল।
অন্যদিকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন তার স্ত্রী আইরিন মালবিকা মুনশি, মেয়ে তানিয়া অনন্যা মুনশি ও তৃষা মুনশি।
http://dlvr.it/TCF5k3
0 Comments