Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ফেনীতে বন্যায় প্রাণহানি বেড়ে ১৭

স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যায় ফেনীতে বুধবার রাত পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশের বরাতে জানিয়েছে জেলা প্রশাসন।
অতি বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পানির তোড়ে সম্প্রতি মারাত্মক বন্যার কবলে পড়ে ফেনী। এতে জেলার ছয় উপজেলা প্লাবিত হয়ে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েন।
জেলার অনেক বাসিন্দা বানের জলে ভেসে যান। শুরুতে মৃত্যুর সংখ্যা নিশ্চিত হওয়া না গেলেও পানি কমার সঙ্গে সঙ্গে পাওয়া যায় অনেকের গলিত মরদেহ।
জেলা প্রশাসন জানায়, বন্যায় ফেনী সদর উপজেলায় দুজন, ছাগলনাইয়ায় একজন, পরশুরামে দুজন, ফুলগাজীতে ছয়জন, সোনাগাজীতে চারজন ও দাগনভূঁইয়া উপজেলায় দুইজনের মৃত্যু হয়।
চলতি বছরের ২ জুলাই টানা চার-পাঁচ দিনের অতি বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানির তোড়ে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় প্রথম দফায় ব্যাপক বন্যা সৃষ্টি হয়। তখন উজানের পানির তোড়ে স্থানীয় মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ২০টি স্থানে ভেঙে পানি ঢুকে বন্যার সৃষ্টি হয়।
এক মাসের ব্যবধানে চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে টানা ভারি বৃষ্টিপাতে দ্বিতীয় দফা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে নতুন করে ১০টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়। এতে পুনরায় এসব উপজেলা আবার বন্যায় কবলিত হয়।
চলতি মাসের ২০ তারিখে তৃতীয় দফা ভয়াবহ বন্যার শিকার হয় ফেনীর সব উপজেলার মানুষ।


http://dlvr.it/TCW5Xf

Post a Comment

0 Comments