Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সালমান এফ রহমান ও পরিবারের হিসাব জব্দের নির্দেশ

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমান, তার স্ত্রী ও ছেলের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে ইউএনবি।
বার্তা সংস্থাটির খবরে বলা হয়, ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে প্রাথমিকভাবে ৩০ দিনের জন্য এসব ব্যক্তিগত হিসাবের লেনদেন স্থগিত করার নির্দেশ দেয় বিএফআইইউ।
এ ছাড়াও চিঠি পাঠানোর পাঁচ কার্যদিবসের মধ্যে এসব হিসাবের হালনাগাদ তথ্য জানানোর অনুরোধ জানানো হয়েছে।
ইউএনবির খবরে উল্লেখ করা হয়, গত ১৩ আগস্ট গ্রেপ্তার হন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী, সাবেক সংসদ সদস্য ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।
সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপে যেসব ব্যাংকের বিপুল অর্থ গেছে, তার একটি জনতা ব্যাংক।
সম্প্রতি ঋণ অনিয়মের কারণে আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ হারান সালমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান।


http://dlvr.it/TCVyVM

Post a Comment

0 Comments