Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম

কিছুতেই যেন আটকানো যাচ্ছে না স্বর্ণের দাম। দফায় দফায় দাম বৃদ্ধিতে নতুন নতুন রেকর্ড হচ্ছে স্বর্ণের বাজারে।
মাত্র দুদিনের ব্যবধানে আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোঘণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৯২৬ টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
দাম বৃদ্ধির ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকা। দেশের ইতিহাসে এত দাম কখনই হয়নি স্বর্ণের।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়। সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে নতুন এই দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরি (১১.৬৬৪ গ্রাম) এক লাখ ২৭ হাজার ৮৪২ টাকা, ২১ ক্যারেটের ভরি ১ লাখ ২২ হাজার ১২২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪ হাজার ৬৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ৮৬ হাজার ৫৪৭ টাকা।
স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম।


http://dlvr.it/TCP9ss

Post a Comment

0 Comments