বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দিনাজপুরে রাহুল ইসলাম নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য এম ইকবালুর রহিম ও তার ভাই সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
স্থানীয় বিএনপি নেতা রুহান হোসেন সোমবার দিনাজপুর সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় আরও ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় ৪০০ জনকে আসামি করা হয়েছে।
দিনাজপুর সদর থানার ওসি মোহাম্মদ ফরিদ হোসেন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রাহুল ইসলাম রানীগঞ্জ এহিয়া হোসেন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি দিনাজপুর সদর উপজেলার বিদরমসাই গ্রামে।
মামলার এজাহারে বলা হয়েছে, কলেজ শিক্ষার্থী রাহুল ৪ আগস্ট দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শুরু হয়ে বিচারপতি ইনায়েতুর রহিম ও তার ভাই তৎকালীন সংসদ সদস্য এম ইকবালুর রহিমের বাড়ির সামনে পৌঁছলে মিছিল থেকে ওই বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।
পরে সংঘর্ষ শুরু হলে রাহুল আহত হন। ১১ আগস্ট বিকেলে তিনি মারা যান।
মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন- দিনাজপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জন রায়, দিনাজপুর যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শাহ আলম, ইউপি চেয়ারম্যান আলতাফুজ্জামান মিতা প্রমুখ।
http://dlvr.it/TC5wGm
0 Comments