Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

খুলে দেয়া হলো কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ১৬ গেট

পানি সমতল বিপৎসীমা অতিক্রম করায় রাঙ্গামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ে গেট রোববার সকালে খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে ইউএনবি।
বার্তা সংস্থাটির খবরে বলা হয়, শনিবার পানি সমতল বিপৎসীমা ছাড়িয়ে ১০৮ ফুটে পৌঁছায়।
কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের ইউএনবিকে জানান, অতিরিক্ত পানি বের করার জন্য সকাল আটটা ১০ মিনিটে প্রতিটি গেট ছয় ইঞ্চি করে খোলা হয়েছে।
এর আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পরিচালক (জনসংযোগ) শামীম হাসান শনিবার বিকেলে নিউজবাংলাকে জানান, কাপ্তাই হ্রদের পানির বিপৎসীমা ধরা হয় ৮৫ ফুট। এরই মধ্যে বিপৎসীমা ছাড়িয়ে পানি সমতল ১০৭ ফুটে পৌঁছেছে। আর এক ফুট বেশি হলে বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার অংশ হিসেবে ১৬টি গেটের সবগুলো খুলে দেয়া হবে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে রাত ১০টায় গেট খুলে দেয়ার চিন্তা করা হলেও পরিস্থিতি তৈরি হলে এর আগেই গেট খোলা হবে।


http://dlvr.it/TCLNVH

Post a Comment

0 Comments