Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

হাসিনাকে দেশে ফিরিয়ে ছাত্র হত্যার বিচার করুন: হাফিজ উদ্দিন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থান দমনে গণহত্যার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ।
নিকটতম প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে তিনি ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় হাফিজ উদ্দিন এই আহ্বান জানান। সূত্র: ইউএনবি
ছাত্র হত্যাকাণ্ডে পুলিশ বাহিনীকে নির্দেশ দেয়ায় শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এই কর্মসূচির আয়োজন করে।
হাফিজ উদ্দিন বলেন, শেখ হাসিনা ইতিহাসের সবচেয়ে বড় খুনি। এমন কোনো অন্যায় বা অপকর্ম নেই যা তিনি করেননি। তার কারণে অনেক মা সন্তান হারিয়েছেন। আমি তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
শুক্রবার ভাইস চেয়ারম্যান থেকে পদোন্নতি পেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হওয়া হাফিজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি দল ক্ষমতায় গেলে শেখ হাসিনার পরিণতি ইতালির মুসোলিনির মতো হবে।
ভারতের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইলে তাকে (শেখ হাসিনা) বাংলাদেশে পাঠিয়ে দিন। তার বিরুদ্ধে এরই মধ্যে হত্যা মামলা হয়েছে, ভবিষ্যতে আরও মামলা হবে।
স্বৈরাচারী শেখ হাসিনার নামে নামকরণ করা বরিশাল সেনানিবাসের নাম পরিবর্তনেরও দাবি জানান হাফিজ।
ছাত্র নেতৃত্বাধীন গণআন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির এই নেতা। একইসঙ্গে দেশকে স্বৈরাচারমুক্ত করতে ছাত্রদের সাহসিকতা ও ত্যাগের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
হাফিজ উদ্দিন অভিযোগ করে বলেন, রক্তপিপাসু আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে প্রতিবেশী ভারতের আজ্ঞাবহ করে তুলেছে। গত ১৬ বছরে পুলিশ বাহিনী যে ভূমিকা পালন করেছে তা ছিল বিশ্বের নিকৃষ্টতম।
হাফিজ বলেন, অনেক পুলিশ সদস্য এখনও পালিয়ে রয়েছেন এবং একটি ঘটনায় ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শিক্ষার্থী বা আমরা কেউই এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করি না। তারা (পুলিশ) স্থানীয় জনগণের রোষের মুখে পড়েছে। তাদের মৃত্যুর জন্য শেখ হাসিনা ও আওয়ামী লীগই দায়ী।
পুলিশ বাহিনীর ভেতরের খুনি ও খারাপ সদস্যরা হয় পালিয়ে গেছে অথবা নিহত হয়েছে।
তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনী দরকার। তাই আমরা একে একটি জনবান্ধব শক্তিতে রূপান্তরিত করতে চাই। যারা বর্তমানে যুক্ত আছেন, তাদের সম্পৃক্ত করতে চাই। আপনাদেরও এই রূপান্তরে সমর্থন করা উচিত।


http://dlvr.it/TC2N3J

Post a Comment

0 Comments