কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন। সেখানে অবস্থানরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তার গাড়ি ভাঙচুর করেছেন।
জানতে চাইলে কাদের সিদ্দিকী বলেন, আমি আজ (বৃহস্পতিবার) সকাল ৭টার দিকে ফুল দিতে গিয়েছিলাম। কিন্তু দিতে পারিনি। খুবই ভালো লেগেছে যে দু-একজন সালাম দিয়ে বলেছে- আপনি ফিরে যান। আমি গাড়ির ভেতরে ছিলাম। কয়েকজন ঢিল ছুড়েছে। লাঠি দিয়ে গাড়ি ভেঙেছে। আমি চলে এসেছি।
তিনি বলেন, এখনও চর দখলের মতো হচ্ছে। এসব করলে ছাত্ররা জীবন দিয়ে যে সফলতা এনেছে তা ক্ষতিগ্রস্ত হবে।
কেউ মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে স্বীকার করলে তাকে স্বীকার করতে দেয়া উচিত বলেও মতামত তুলে ধরেন তিনি।
http://dlvr.it/TBxwgc
0 Comments