Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

এস আলম ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

আলোচিত-সমালোচিত ব্যবসায়ী এস আলমের (সাইফুল আলম) বিরুদ্ধে এবার তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। দেশের ব্যাংক খাতে একক আধিপত্য বিস্তার করে বেশ কয়েকটি ব্যাংক নিজেদের দখলে নেয়াসহ নানা অভিযোগ রয়েছে এই ব্যবসায়ীর বিরুদ্ধে।
এনবিআর সূত্রে জানা গেছে, চট্টগ্রামের আলোচিত এই ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের সম্পদের খোঁজে তৎপরতা শুরু করেছে এনবিআর। ইতোমধ্যে এস আলম, তার স্ত্রী, ভাইসহ পরিবারের সব সদস্যের ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
এনবিআর কর অঞ্চল-১৫ থেকে ব্যাংকসহ ৯১টি প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। গত ১৪ আগস্ট এসব চিঠি পাঠানো হয়।
নিজ নামে পরিচালিত একাউন্টের পাশাপাশি এস আলম শিল্প গ্রুপের মালিকানাধীন কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য জানাতে বলেছে জাতীয় রাজস্ব বোর্ড।
এস আলমের স্ত্রী ফারজানা পারভীন, মা চেমন আরা বেগম ও ভাই আব্দুল্লাহ হাসানের ব্যাংক হিসেব তলবের পাশাপাশি তাদের পিতা-মাতা, স্ত্রী, ছেলে, মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্যও চেয়ে পাঠানো হয়েছে।
এছাড়া তাদের নামে থাকা ক্রেডিট কার্ড, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্য চেয়েছে কর বিভাগ। পাশাপাশি তাদের নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্যও চাওয়া হয়েছে।
জানা গেছে, এস আলমের স্ত্রী ফারজানা পারভীন ও ভাই আব্দুল্লাহ হাসান এস আলম লাক্সারি চেয়ার কোচ সার্ভিস ও এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের পরিচালক। আর এস আলমের মা চেমন আর বেগম এস আলম লাক্সারি চেয়ার কোচ সার্ভিসের পরিচালক।
এস আলম শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে অর্থ পাচারসহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সদ্য বিদায়ী সরকারের আমলে সুবিধাভোগী অন্যতম বড় শিল্পগোষ্ঠী ছিলো এস আলম গ্রুপ। গত এক দশকে ব্যাংক দখল, অর্থ পাচারসহ ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ রয়েছে সমালোচিত এই গ্রুপটির বিরুদ্ধে।
সবশেষ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী বাহিনী দিয়ে আন্দোলনরত সাধারণ কর্মীদের ওপর গুলি করার অভিযোগ রয়েছে এস আলম গ্রুপের বিরুদ্ধে।
এছাড়া সোস্যাল ইসলামী ব্যাংক দখলের অভিযোগে ব্যাংকটির কর্মচারীরা কয়েকদিন ধরে আন্দোলন করছেন গ্রুপটির বিরুদ্ধে।
বেশ কয়েকটি ব্যাংকের কর্মকর্তারা এস আলমের দখলদারত্ব থেকে মুক্তি চেয়ে বিক্ষোভ করছেন। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংক থেকেই গত সাত বছরে ৫০ হাজার কোটি টাকা বের করে নেয়ার অভিযোগ রয়েছে এস আলমের বিরুদ্ধে।


http://dlvr.it/TBxrsR

Post a Comment

0 Comments