বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের জনগণ আর কোনো জালিম সরকারকে ক্ষমতায় দেখতে চায় না, কোনো জালিম সরকার যেন আর ফিরে না আসে। অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে একটা পরিবর্তন হয়েছে। যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদেরকে কবুল করুন।
শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে এসে ভানুগাছ বাজারে উপজেলা জামায়াত আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে প্রধান টার্গেট ছিলো জামায়াতে ইসলামী। জামায়াতের অনেক নেতাকর্মী গুম-খুনের শিকার হন। প্রতিবছর নদী শাসনের জন্য বাজেট বরাদ্দ হয়। কিন্তু এটাকে সুষ্ঠুভাবে কাজে না লাগিয়ে লুটপাট করা হয়। লুটপাটের কুফল যন্ত্রণা জনগণকে ভোগ করতে হচ্ছে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এদেশ জালিমমুক্ত হয়েছে। সেনাবাহিনীর কোমর ভেঙে দিতে বিডিআর বিদ্রোহের ষড়যন্ত্র করে দেশপ্রেমিক ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করেন শেখ হাসিনা। বিডিআর এর নাম, লোগো পরিবর্তন করে সীমান্তের চৌকিদার বাহিনীতে পরিণত করা হয়।
সবাইকে সজাগ থাকতে হবে। কারো পাতা ফাঁদে পা দেয়া যাবে না। এ দেশে সংখ্যালঘু, সংখ্যাগুরু বলতে কিছু নেই, বাংলাদেশ সবার।
কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাসুক মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি মো. কামরুল ইসলামের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান আলী, মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জেলা নায়েবে আমির আব্দুর রহমান, ঢাকার পল্টন থানা জামায়াতের আমির শাহীন আহমেদ খান, মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী প্রমুখ।
পথসভা শেষে কমলগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে বন্যাদুর্গতদের মাঝে খাদ্যাসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান।
http://dlvr.it/TCKShk
0 Comments