Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সালমান, আনিসুল ও জিয়াউল ১০ দিনের রিমান্ডে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক ও সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহত পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসানকে নতুন করে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে করা পৃথক মামলায় শনিবার এই তিন আসামিকে রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক দশ দিন এবং জিয়াউল আহসান আটদিনের রিমান্ডে ছিলেন। এ মামলায় রিমান্ড শেষ হওয়ার পর শনিবার তাদেরকে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে লালবাগ থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে নিউমার্কেট থানা এলাকায় ঢাকা কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র সবুজ আলী হত্যা মামলায় একই দিন তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। আদালতে শুনানি শেষে তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
খালেদ সাইফুল্লাহ হত্যা মামলার রিমান্ড আবেদনে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই বিকেল ৬টায় লালবাগ থানার আজিমপুর সরকারি আবাসিক এলাকায় হত্যার উদ্দেশ্যে নিরপরাধ নিরস্ত্র ছাত্র-জনতা ওপর হামলা চালানো হয়। হামলায় তানভীর, ইসমাইলসহ অনেকে আহত হন। তাদের মধ্যে বাদীর ছেলে খালিদ হাসান সাইফুল্লাহকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে মামলার মূল রহস্য উদঘাটন, অপরাপর পলাতক আসামির নাম-ঠিকানা সংগ্রহপূর্বক তাদেরকে গ্রেফতারসহ আগ্নেয়াস্ত্র ও গুলির উৎস জানার জন্য জিজ্ঞসাবাদের নিমিত্তে ১০ দিনের পুলিশ রিমান্ডের একান্ত প্রয়োজন।


http://dlvr.it/TCKWXM

Post a Comment

0 Comments