Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সিলেট ও সুনামগঞ্জে বজ্রপাতে ছয়জনের প্রাণহানি

সিলেট ও সুনামগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় ছয়জনের প্রাণহানি ঘটেছে। তাদের মধ্যে সিলেটে দুজন ও সুনামগঞ্জে চারজন মারা গেছেন।
রোববার ভোরে সিলেটের বিশ্বনাথে বজ্রপাতে এক কলেজ ছাত্র প্রাণ হারান। ভোর ৫টায় বিশ্বনাথের দশঘর ইউনিয়নের সাড়ইল গ্রামে ওলিউর রহমানের ছেলে রেদওয়ান আহমদ মারা যান। রেদওয়ান সিলেটের এমসি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হন রেদওয়ান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) জামান উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে সকাল ১০টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জের রাজনগর ঢালারপাড় এলাকায় কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যান পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের কৃষক মাসুক মিয়া।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, মাসুক মিয়া জমিতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ হারান। মরদেহ পুলিশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
এছাড়া সুনামগঞ্জেৱ হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চারজন জেলের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলার দোয়ারাবাজার উপজেলায় দুজন এবং জামালগঞ্জ ও ছাতক উপজেলায় দুজনের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রোববার সকালে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। এ সময় দোয়ারাবাজার উপজেলার দেখার হাওরে মাছ ধরতে গিয়েছিলেন জেলেরা। তখন বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের জালাল মিয়া ও জসিম উদ্দিন।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বজ্রপাতে এই দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
একই সময় জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কালাগুজা গ্রামের শরিফ মিয়া বজ্রপাতে মারা যান। তিনি বাড়ির পাশের পাগনার হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। পরে পরিবারের লোকজন হাওরে গিয়ে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
জামালগঞ্জ থানার ওসি শ ম কামাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাতক উপজেলায় বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তি হলেন উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের সুন্দর আলী। তিনি বাড়ির পাশে হাওরে সকালে মাছ ধরতে গিয়েছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানিয়েছেন ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান।


http://dlvr.it/TDpT6y

Post a Comment

0 Comments