Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বাংলাদেশে অস্থিতিশীলতার চেষ্টা করলে ভালো হবে না

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন তারা যদি তার কথা শুনে বাংলাদেশের অভ্যন্তরে কিছু করতে যান, অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেন তাহলে আখেরে ভালো হবে না। এটা নেপাল না, ভুটানও না- এটা বাংলাদেশ।
রোববার রাজশাহীর ভুবন মোহন পার্কে আমরা বিএনপি পরিবার-এর পক্ষ থেকে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারে ফ্যাসিবাদের দোসর রেখে সংস্কার সফল হবে না। এ বিষয়টি ড. ইউনূসকে স্মরণ রাখতে হবে। এই সরকার অস্ত্রের লাইসেন্স বাতিল করলেও সব অস্ত্র উদ্ধার করতে পারেনি। এগুলো এখনও যুবলীগ-ছাত্রলীগের কাছে আছে। এই অস্ত্র উদ্ধার করতে হবে। না হলে আবার অস্থিতিশীলতা তৈরি করা হবে।
তিনি আরও বলেন, নেতা-কর্মীদের পাত্তা না দিয়ে শেখ হাসিনা ও তার বোন পালিয়ে গেছেন ভারতে। শেখ হাসিনা উন্নয়নের নামে হাজার হাজার টাকা ঋণ নিয়েছেন। ঘনিষ্ঠজনদের তা থেকে কালো টাকা আয়ের সুযোগ করে দিয়েছেন বিদেশে রেখে আসার জন্য। বিপদে পড়লে যেন তিনি নিতে পারেন। যারা তার পক্ষে ছিল তাদের অবাধে লুটপাটের সুযোগ করে দিয়েছেন।
সমাবেশ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবার ও আহতদের মাঝে সহায়তা সামগ্রী তুলে দেন রিজভী।
বিএনপির কোষাধ্যক্ষ ও উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা আলমগীর কবীর, আহ্বায়ক আতিকুর রহমান রুমন এ সময় উপস্থিত ছিলেন।


http://dlvr.it/TDpXlF

Post a Comment

0 Comments