Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ইনিংসের শুরুতেই চাপে বাংলাদেশ

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী বাংলাদেশ।
৯ ওভারে ৩ উইকেটে ২৬ রান তুলে দ্বিতীয় দিনের মধ্যাহ্ন-বিরতিতে যায় টাইগাররা। সাত উইকেট হাতে নিয়ে তখনও ৩৫০ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ।
আজ দ্বিতীয় দিন ভারতের ইনিংস শেষ হওয়ার পর ব্যাট হাতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারের শেষ বলে ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহর শিকার হন ওপেনার সাদমান ইসলাম (২)।
এরপর নবম ওভারে প্রথম দুই বলে দুই উইকেট নেন ভারতের আরেক পেসার আকাশ দীপ।
ওপেনার জাকির হাসানকে ৩ ও মোমিনুল হককে খালি হাতে বিদায় করেন আকাশ। ২২ রানে তৃতীয় উইকেট হারায় টাইগাররা।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৫ ও মুশফিকুর রহিম ৪ রান নিয়ে প্রথম সেশন শেষ করেন। ভারতের আকাশ দুটি ও বুমরাহ একটি উইকেট নেন।
এর আগে বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের বোলিং নৈপুণ্যে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয় স্বাগতিক ভারত। স্বাগতিক দলের পক্ষে রবীচন্দ্রন অশ্বিন ১০২ ও রবীন্দ্র জাদেজা ৮৬ রান করেন।
বল হাতে বাংলাদেশের হাসান ৮৩ রানে ৫ এবং তাসকিন ৫৫ রানে ৩ উইকেট নেন।
৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বার এবং ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ইনিংসে ৫ উইকেট নিলেন হাসান।


http://dlvr.it/TDSnCB

Post a Comment

0 Comments