Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ভারতের অনুরোধে ইলিশ রপ্তানির অনুমোদন বাণিজ্য মন্ত্রণালয়ের: উপদেষ্টা

দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
সচিবালয়ে রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানির অনুমোদন দিয়েছেন। তারা একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দিয়েছেন।
দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধ ছিল। সে অনুযায়ী তারা করেছেন। এর সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।
তিনি আরও বলেন, আমাদের কমিটমেন্ট এখনও আগের মতোই আছে। আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশের প্রাপ্যতা নিশ্চিত করতে চাই।
ইলিশ রপ্তানি করার কারণে যদি যদি দাম বাড়ে, সে বিষয়ে অবশ্যই ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেন মৎস্য উপদেষ্টা।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রপ্তানি বন্ধের দায়িত্ব তো আমার নয়। আমি আহ্বান জানাতে পারি, কিন্তু বন্ধ করতে পারি না। রপ্তানি বা আমদানির সিদ্ধান্ত নেয়ার অধিকার বাণিজ্য মন্ত্রণালয়ের।
এবারের পূজায় ভারতে ইলিশ রপ্তানি করা হবে না বলে জানিয়েছিলেন মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক উপদেষ্টা ফরিদা আখতার, কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
দুর্গাপূজা উপলক্ষে শনিবার ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করেই ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে।


http://dlvr.it/TDXYjH

Post a Comment

0 Comments