Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ইটনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, যুবদল নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ইটনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় যুবদলের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী।
মৃগা বাজার এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করে সেনাবাহিনীর একটি দল। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ছয়টি রামদা ও বেশ কিছু বল্লম উদ্ধার করা হয়।
আটক ৪৫ বছর বয়সী সবু শেখ উপজেলার মৃগা ইউনিয়ন সদরের নয়াহাটি গ্রামের বাসিন্দা, যিনি মৃগা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মৃগা বাজারে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে কর্মীদের নিয়ে বাজারের শেডে বসে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। তখন বিএনপি কর্মী তানু মিয়া ফজলুর রহমানের কাছে বলেন, আমরা আওয়ামী লীগের আমলে বহু নির্যাতন সহ্য করেছি। পুলিশের ওপর হামলার মামলা খেয়েছি।
এসব কথার এক ফাঁকে সবু শেখ বলে ওঠেন, তোমরা নির্যাতন সহ্য করেছো, এই গল্প করে লাভ নেই। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগও করেছো। এই কথা বলার পরই তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়।
পরে উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা দুই পক্ষকে নিবৃত্ত করে বলে যান আর যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কিন্তু নেতা-কর্মীরা বাজার থেকে চলে যাওয়ার পরই সবু শেখের লোকজন রামদা, বল্লম, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে বাজারের একটি দোকানে হামলা চালান। এতে বিএনপির কর্মী তানু মিয়ার চাচাত ভাই ছালেক মিয়া গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার সকালে তানু মিয়া ও সবু শেখের লোকজন দেশীয় অস্ত্রসহ নিয়ে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে ইটনা উপজেলা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. আজমাইন আবরারের নেতৃত্বে একটি টহল দল এবং স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনাস্থল থেকে সবু শেখকে আটক করেন। পরে তার দেয়া তথ্যে ছয়টি রামদা ও বেশ কিছু বল্লম উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত ছালেকের চাচা হান্দু মিয়া বাদী হয়ে শুক্রবার রাতে ইটনা থানায় একটি মামলা করেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী জানান, বুধবার বিকেলে মৃগা বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তানু মিয়া ও সবু শেখের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছালেক মিয়া নামের একজন গুরুতর আহত হন।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং সবু শেখ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


http://dlvr.it/TDVwGb

Post a Comment

0 Comments