Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

যমুনায় ধরা পড়ল ৩৯ কেজির বাঘাইড়

সিরাজগঞ্জে যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৩৯ কেজি ওজনের একটি বাঘাইড়। পরে মাছটি সদর উপজেলার কড্ডার মোড় বাজারে এক হাজার একশ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার কড্ডার মোড় এলাকায় মাছের বাজারে বিক্রির জন্য নিয়ে আসা হয় মাছটি। এ সময় মাছটি দেখতে উৎসুখ জনতা ভিড় করে। এর আগে রোববার গভীর রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের জেলে রওশন হালদারের জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয়রা জানান, বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ জেলেরা যমুনা নদী থেকে ধরে বাজারে নিয়ে আসে। মাছটি বাজারে তোলার পর দাম চাওয়া হয় ৫০ হাজার টাকা। পরে মাছ ব্যবসায়ী এক হাজার একশ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেন।
জেলে রওশন হালদার বলেন, যমুনা নদীতে রোববার রাতে আমার জালে বাঘাইড় মাছটি ধরা পড়ে। মাছটি আজ সকালে কড্ডার মোড় এলাকায় মাছ ব্যবসায়ী রফিকুলের কাছে বিক্রির জন্য নিয়ে আসি। পরে তিনি এক হাজার একশ টাকা কেজি দরে বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, একজনের পক্ষে ৩৯ কেজি ওজনের মাছ কেনা সম্ভব ছিলো না। এজন্য মাছটি কেটে বিক্রির সিদ্ধান্ত নেই। প্রতি কেজি ১১০০ টাকা করে বিক্রি করেছি। সে হিসাবে মাছটি ৪২ হাজার নয়শ টাকায় বিক্রি করা হয়েছে।
মাছ কিনতে আসা রাকিবুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর বাজারে এতো বড় মাছ উঠেছে। এ ধরনের মাছ সবসময় বাজারে দেখা যায় না। মাছটি অনেক বড় হওয়ায় সেটা কেটে কেজি দরে বিক্রি করে ব্যবসায়ী। যমুনার মাছ খেতে অনেক সুস্বাদু হয়। এজন্য আমিও দুই কেজি কিনেছি।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, যমুনা নদীর বিভিন্ন স্থানে এ ধরনের বড় বড় মাছ ধরা পড়ছে। তবে এত বড় মাছ সংরক্ষণ করা গেলে তারা প্রজননের মাধ্যমে নদীতে বংশ বিস্তার করতে পারত।


http://dlvr.it/TDZWts

Post a Comment

0 Comments