রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়া ও জাগো নিউজের স্টাফ রিপোর্টার নাহিদ হাসানের ওপর হওয়া হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে।
থানা পুলিশ বৃহস্পতিবার এ মামলা গ্রহণ করে। এর আগে বুধবার মামলার আবেদন করেন আল সাদী ভূঁইয়া।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় আসামি করা হয়েছে শাহবাগ থানা বিএনপির ২০ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব রফিকুল ইসলাম স্বপন, শাহবাগ থানার ২০ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ ইউসুফ, আবুল হোসেন টাবুসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে।
মামলার এজাহারে বাদী লিখেন, গত মঙ্গলবার আমি ও নাহিদ হাসান বঙ্গ ইসলামীয়া সুপার মার্কেটে কেনাকেটার জন্য গেলে সেই মার্কেটের মালিকের ছেলে সৈয়দ আসিফুল ইসলাম সজলের সাথে আমাদের পূর্ব পরিচিত থাকায় আমরা মার্কেটের চতুর্থ তলায় তার অফিসে যাই। সে সময় আসামিরা হাতে লাঠিসোটা, রড, জিআই পাইপ, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে সেখানে যায় এবং আমাদের পরিচয় জানতে চায়।
তখন আমরা নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিক পরিচয় দিলে ক্ষিপ্ত হয়ে যায় এবং হত্যার উদ্দেশ্যে আসামিরা আমাদের মাথায় ইট এবং বাঁশ দিয়ে আঘাত করে এবং লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়।
এজাহারে উল্লেখ করা হয়, এরপর তাদের হাতে থাকা অস্ত্র ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম করে ও আমাদের সাথে থাকা তিনটি মোবাইল ও নগদ ১৫ হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র, পাঁচটি এটিএম কার্ড, অফিস আইডি কার্ড ও বাইকের চাবি নিয়ে যায়।
এতে আরও বলা হয়, আমাদের ওপর হামলার খবর পেয়ে সাংবাদিক সমিতির অন্যান্য সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থল থেকে আমাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
মামলার পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বা আসামিদের কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করি খুব তাড়াতাড়ি তাদের গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে আমরা গুরুত্বের সঙ্গে কাজ করছি।
http://dlvr.it/TCvJ6B
0 Comments