রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি। দলীয় ফোরামে আলোচনা করে পরে সিদ্ধান্ত জানাবে দলটি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে শনিবার রাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে মিডিয়ার সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসের উদ্দিন পাটোয়ারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
নাসের উদ্দিন পাটোয়ারী বলেন, দেশের সুবিধা বুঝে সময় অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে। জামায়াত একমত পোষণ করেছে। আগামীকাল গণতন্ত্র মঞ্চ ও ১২ দলীয় জোটের সঙ্গে এ বিষয়ে আমরা আলোচনা করব।
হাসনাত আব্দুল্লাহ বৈঠকের বিষয়বস্তুসহ রাষ্ট্রপতি ইস্যুতে বিস্তারিত কথা বলেন। তিনি বলেন, বিএনপির সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতিকে অপসারণ, সেকেন্ড রিপাবলিক ও জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি বলেছে, দলীয় ফোরামে এ বিষয়ে আলোচনার পর তাদের সিদ্ধান্ত জানাবে। জাতীয় ঐক্যের ভিত্তিতে রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতির অপসারণ, দ্বিতীয় স্বাধীনতা, ফ্যাসিবাদ নিরসনসহ তিনটি বিষয়ে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা হয়েছে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ২৩ অক্টোবর আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলাম। ছাত্র-গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ বিলোপের প্রাথমিক ধাপে শেখ হাসিনার পতন ঘটিয়েছি। ফ্যাসিবাদ বিলোপের আরেকটি বাধা হিসেবে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ।
জামায়াতের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে তারা একমত পোষণ করেছেন বলে জানান হাসনাত। তিনি বলেন, একই ইস্যুতে আমরা ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠকে করেছি। তারাও নৈতিকতার জায়গা থেকে রাষ্ট্রপতির অপসারণ চায়।
এদিকে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, বৈঠকে বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটির সাতজন অংশ নেন।
তবে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নয়জনের পরিচয় দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। তারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র হুমায়া ফাতেমা, সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, সমন্বয়ক রিফাত রশিদ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসের উদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামন্তা শারমিন, সদস্য সচিব আকতার হোসেন ও সদস্য আরিফুল ইসলাম আদিব।
বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশারফ হোসেনসহ সিনিয়র নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।
http://dlvr.it/TFlqMK
0 Comments