Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

অক্টোবরের ২৬ দিনে রেমিট্যান্স এসেছে ১.৯৪ বিলিয়ন ডলার

দেশে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ৫ আগস্ট-পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বলতে গেলে রেমিট্যান্স প্রবাহে সুবাতাস বইছে। এরই ধারাবাহিকতায় অক্টোবরে বিদেশে কর্মরত নাগরিকরা প্রতিদিন গড়ে ৭৫ মিলিয়ন ডলার পাঠিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে, চলতি অক্টোবর মাসের প্রথম দিন থেকে ২৬ অক্টোবর শনিবার পর্যন্ত দেশে এক দশমিক ৯৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫৪৭ মিলিয়ন ডলার। এর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকে রেমিট্যান্স এসেছে ৯৯ দশমিক ৯৯ মিলিয়ন ডলার। বেসরকারি খাতের ৪২টি ব্যাংকে মোট ১ দশমিক ২৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। আর ছয়টি বিদেশি ব্যাংকের মাধ্যমে ১ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত এসেছে ৫ দশমিক ১২ মিলিয়ন ডলার।
তবে রেমিট্যান্স প্রবাহের উল্লম্ফনের এই সময়েও মুখে পড়েছে নয়টি ব্যাংক। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (আরকেইউবি), বেসরকারি কমিউনিটি ব্যাংক, সিটিজেন ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক ও পদ্মা ব্যাংক।
হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াসহ বিদেশি ব্যাংকগুলোতেও রেমিট্যান্স লেনদেন হয়নি।


http://dlvr.it/TFn9ft

Post a Comment

0 Comments