Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ভারতের বিখ্যাত শিল্পপতি রতন টাটার প্রয়াণ

ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী টাটা সানসের চেয়ারম্যান ইমেরিটাস বিখ্যাত শিল্পপতি রতন নাভাল টাটার মৃত্যু হয়েছে, যার বয়স হয়েছিল ৮৬ বছর।
টাটা সানসের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বুধবার রাতে দেয়া এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি জানান।
এনডিটিভির খবরে জানানো হয়, দুই দিন আগে সোমবার নিজের স্বাস্থ্য ঘিরে জল্পনা নাকচ করে রতন টাটা জানিয়েছিলেন, বার্ধক্যজনিত কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করছেন তিনি।
বিবৃতিতে চন্দ্রশেখরন বলেন, টাটা গ্রুপের জন্য টাটা সাহেব ছিলেন চেয়ারপারসনের চেয়ে বেশি কিছু। আমার কাছে তিনি ছিলেন পরামর্শদাতা, পথপ্রদর্শক ও বন্ধু। তিনি নজিরের মাধ্যমে উৎসাহ জোগাতেন।
দাতব্য কাজে টাটার অবদান স্মরণ করে বিবৃতিতে বলা হয়, শিক্ষা থেকে স্বাস্থ্যসেবার মতো খাতে তার উদ্যোগগুলো গভীর প্রভাব রেখে গেছে, যার সুফল মিলবে অনাগত ভবিষ্যতেও।
রতন টাটার মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন অঙ্গনের মানুষ।
প্রয়াত শিল্পপতিকে দয়াময় আত্মা ও অসাধারণ মানুষ হিসেবে আখ্যা দিয়ে মোদি বলেন, রতন টাটা ছিলেন স্বপ্নদর্শী ব্যবসায়ী নেতা। ভারতের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠানে স্থিতিশীল নেতৃত্ব দিয়েছেন তিনি।


http://dlvr.it/TFBGPN

Post a Comment

0 Comments