Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পতিত স্বৈরাচার হাসিনা ও দোসররা ফের আঘাত হানতে পারে: গয়েশ্বর

শেখ মুজিব এদেশে বাকশাল গঠন করে গণতন্ত্রকে দাফন করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেছেন, সরকারি সব কর্মকর্তাকে বাকশাল করতে শেখ মুজিব বাধ্য করেছিলেন। তিনি চারটি পত্রিকা রেখে সব গণমাধ্যম বন্ধ করে দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে সময় গণতন্ত্রকে পুনরুদ্ধার করেন।
জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার কেরানীগঞ্জের জিনজিরা ঈদগা মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদল আয়োজিত যুব সমাবেশে গয়েশ্বর রায় এসব কথা বলেন।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, চক্রান্ত এখনও শেষ হয়ে যায়নি। বিদেশে বসে পর্দার আড়াল থেকে নানা চক্রান্ত করছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা। এ দেশ থেকে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে।
প্রায় দুই হাজার ছাত্র ও সাধারণ মানুষকে খুন করে দেশ থেকে পালিয়ে যাওয়া হাসিনা দেশে পুনরায় আঘাত হানতে পারেন। সেই আঘাত প্রতিহত করতে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
কেরানীগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদ আলম স্বাধীনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপি নির্বাহী কমিটির সদস্য হাজী নাজিম উদ্দিন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা সেলিম চৌধুরী, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাজী মোকাররম হোসেন সাজ্জাদ, অ্যাডভোকেট শাহীন রহমান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাহিদ মামুন।


http://dlvr.it/TFpsLQ

Post a Comment

0 Comments