Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ইতালি ডিসেম্বরের মধ্যে ২০ হাজার ভিসা নিষ্পত্তি করবে

ইতালি আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশি নাগরিকদের ২০ হাজার অনিষ্পন্ন ভিসা আবেদন নিষ্পত্তি করবে। রোম থেকে ২০ হাজারের মতো ভিসা সংক্রান্ত আবেদনের ছাড়পত্র পাওয়া গেছে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মঙ্গলবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
ইতালীয় ভিসা প্রার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, রোম থেকে ভিসা সংক্রান্ত আবেদনের ছাড়পত্র পাওয়া গেলেও ঢাকায় ভিসা ইস্যুর গতি ধীর। আমি এখানে ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে তারা ২০ হাজার ভিসা ইস্যু করবেন।
নিষ্পত্তি করা ২০ হাজার বাদে বাকি আবেদনের বিষয়েও তারা কাজ করছেন এবং কতটা অগ্রগতি করা যায় তা দেখবেন।
তিনি বলেন, প্রক্রিয়াটি ধীর, তবে আমরা আশা করি এটি দ্রুত গতি পাবে। প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে ঢাকায় ইতালি দূতাবাস অতিরিক্ত মানবসম্পদ নিযুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে।
তৌহিদ হোসেন ভিসা আবেদনকারীদের প্রতিবাদ বা বিক্ষোভ এড়ানোর পরামর্শ দিয়ে বলেন, এসব কার্যক্রম ইস্যু প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করবে না।
ভিসা প্রদান করা যে কোনো দেশের সার্বভৌম অধিকার এবং আমরা প্রশ্ন করতে পারি না যে তারা কেন ভিসা দেয়নি। বিষয়টি নিয়ে ইতালি কর্তৃপক্ষের ওপর চাপ দেয়ার ফল উল্টো হতে পারে এবং পুরো ভিসা কর্মকাণ্ডকে ঝুঁকিতে ফেলতে পারে।
এর আগে ঢাকায় ইতালির দূতাবাস একটি বিবৃতি জারি করে আবেদনকারীদের জাল নথি জমা দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানায়। তাতে জোর দিয়ে বলা হয়, জালিয়াতি রোধে সব আবেদন কঠোরভাবে যাচাই-বাছাই করা হবে।
দূতাবাস আবেদনকারীদের আশ্বস্ত করেছে যে ইতালীয় অভিবাসন কর্তৃপক্ষের কাছে বাংলাদেশিসহ ইইউ-বহির্ভূত নাগরিকরা কাজের ভিসার জন্য একবার নুলা ওস্তার আবেদন করলে এর মেয়াদ শেষ হয় না।
তবে দূতাবাস জোর দিয়েছিল যে নুলা ওস্তা থাকা ভিসা অনুমোদনের গ্যারান্টি দেয় না। কারণ সব নথি ইতালিয়ান আইন অনুসারে যাচাই করা হবে।
আবেদনকারীদের আপিল করার অধিকারের কথা মনে করিয়ে দেয়া হলেও সতর্ক করা হয়েছে যে সিদ্ধান্তগুলো ইতালির আইনি কাঠামোর মধ্যে কঠোরভাবে নেয়া হবে।
ইতালির দূতাবাস অনিয়মিত অভিবাসন রোধ এবং আইনি পথ উন্নীত করতে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
অভিবাসন ও চলাফেরার বিষয়ে একটি দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনা চলছে। শিগগিরই তা চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।


http://dlvr.it/TF77QX

Post a Comment

0 Comments