Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

দেশের উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয়

এনজিওগুলো দেশের উন্নয়নে কাজের স্বীকৃতি চায় বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
সোমবার রাজধানীতে এনইসি সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
এনজিও প্রতিনিধিদের বক্তব্য তুলে ধরে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের উন্নয়নে তাদের ভূমিকাকে স্বীকৃতি দিতে হবে। দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণে অন্তরায় হিসেবে এনজিওগুলো সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি, প্রশাসনের অসহযোগিতা, বিদেশে থাকা দূতাবাসগুলোর অসহযোগিতার উল্লেখ করেছে। তাদের মতামত তুলে ধরে সরকারের করণীয় পরামর্শ আকারে শ্বেতপত্রে অন্তর্ভুক্ত করা হবে।
দেবপ্রিয় বলেন, নারী ও বিভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণা হয়। এটাকে উন্নয়নের পথে বাধা বলে মনে করে এনজিওগুলো। এসব বিষয় শ্বেতপত্রে থাকবে। উন্নয়নমূলক কাজ করতে গিয়ে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দুর্নীতির কবলে পড়ে বেসরকারি সংস্থাগুলো (এনজিও) বলেও উল্লেখ করেন তিনি।


http://dlvr.it/TF53Z9

Post a Comment

0 Comments