এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃমূল্যায়নের দাবিতে সচিবালয়ে প্রবেশ করে বিক্ষোভ করা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় সচিবালয়ের ভেতর থেকে কমপক্ষে ৫০ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেল পৌনে ৪টার দিকে তাদেরকে আটক করে দুটি প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
এর আগে বেলা ২টা ৫০ মিনিটের দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন। বিক্ষোভের সময় সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও আগত দর্শনার্থীরা দীর্ঘ সময় ধরে ভেতরে প্রবেশে বাধাপ্রাপ্ত হন।
এ সময় তারা আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, উই ওয়ান্ট জাস্টিস, মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে ছাত্র ছাত্র, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম ইত্যাদি স্লোগান দেয়।
শিক্ষার্থীরা বলেন, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। শিক্ষা বোর্ড থেকে কাউকে ভালো ফল দেয়া হয়েছে আর কাউকে খারাপ। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক। এটাই আমাদের দাবি।
শিক্ষার্থীদের বিক্ষোভকালে আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত সদস্যরা প্রথমে তাদেরকে সচিবালয় থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া দেয়। এ সময় তাদের লাঠিপেটাও করা হয়।
সরেজমিনে দেখা যায়, পুলিশ ও সেনা সদস্যদের ধাওয়ার মুখে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। এর মধ্যে সচিবালয়ের ভেতরে আটকা পড়ে বেশকিছু শিক্ষার্থী। তাদেরকে পরে আটক করে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়।
http://dlvr.it/TFdthK
0 Comments