Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

‘টারজান’ খ্যাত অভিনেতা রন এলির মৃত্যু

জনপ্রিয় টিভি সিরিয়াল টারজান: দ্য লর্ড অফ দ্য জঙ্গল-এর নাম ভূমিকায় অভিনয়কারী রন এলির মৃত্যু হয়েছে, যার বয়স হয়েছিল ৮৬ বছর।যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় মেয়ের বাড়িতে ২৯ সেপ্টেম্বর মৃত্যু হয় এ অভিনেতার।
তার পরিবারের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে বুধবার এএফপি এ খবর জানায়।
ষাটের দশকের টেলিভিশন শো টারজান-এ আমেরিকান অভিনেতাকে জঙ্গলের নায়করূপে দেখানো হয়। পরবর্তী আপডেটে তাকে আধুনিক বিশ্বে শিক্ষিত রূপে যে জঙ্গলে তিনি বড় হয়েছিলেন, সেই জঙ্গলে ফিরে আসা চরিত্রে রূপদান করা হয়।
আধুনিক শহুরে টারজান চিত্রায়নে সুঠাম পেশিধারী, শিম্পাঞ্জির সঙ্গী কটি পরিহিত এলি বিপুল মানুষের হৃদয়ে গেঁথে রয়েছেন।
সামাজিক যোগাযাগমাধ্যমে এলির মেয়ে কার্স্টেন এলি বুধবার বলেন, বিশ্ব একজন অবিস্মরণীয় অন্যতম সেরা মানুষকে হারিয়েছে।
ক্রিস্টেন এলি তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেন, আমার বাবা এমন একজন মানুষ ছিলেন যাকে লোকে হিরো বলে ডাকত।
তার মধ্যে সত্যিই জাদুকরী কিছু গুণাবলী ছিল। বিশ্ব তাকে সেভাবেই জানত।
টারজান-এর দুটি মৌসুম শেষ হওয়ার পর এলি ১৯৯০-এর দশকে টিভিতে অভিনয় চালিয়ে যান। ২০১৪ সালে এক্সপেক্টিং অ্যামিশ ছবিতে অভিনয় করেন তিনি।
দুটি ডিটেকটিভ উপন্যাসেরও লেখক তিনি, তবে টারজানে অভিনয় তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়।


http://dlvr.it/TFgbYS

Post a Comment

0 Comments