সাফ নারী চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রেখেছে বাংলাদেশের মেয়েরা। এই জয়যাত্রায় ফাইনালে আবারও তাদের কাছে হেরেছে স্বাগতিক নেপাল। এর মধ্য দিয়ে সাফে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের মেয়েরা।
নেপালের কাঠমান্ডুতে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে পিটার বাটলারের শিষ্যরা।
ফাইনালে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আলো ছড়িয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে স্কোরলাইনে কোনো পরিবর্তন ছাড়াই বিরতিতে যান দুদলের ফুটবলাররা। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামার কিছুক্ষণ পরই এগিয়ে যায় বাংলাদেশ।
ম্যাচের ৫২তম মিনিটে দারুণ এক আক্রমণে উঠে নেপালের রক্ষণ ভেঙে বাংলাদেশকে এগিয়ে নেন মনিকা চাকমা। অবশ্য সমতায় ফিরতে বেশিক্ষণ সময় নেয়নি স্বাগতিকরাও।
গোল হজম করার তিন মিনিট পরই ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা প্রীতি রাইয়ের অসাধারণ এক থ্রু পাস ধরে লক্ষ্যভেদ করেন নেপালি ফরোয়ার্ড আমিশা।
এরপর এগিয়ে যাওয়ার লক্ষ্যে দুদলের প্রচেষ্টায় জমে যায় ম্যাচ। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৮১তম মিনিটে বাঁ পাশ দিয়ে দারুণ এক আক্রমণে উঠে বাংলাদেশকে জয়সূচক গোলটি এনে দেন ঋতুপর্ণা চাকমা।
পরের সময়টুকু নিজেদের জাল অক্ষত রেখে শিরোপাজয়ের আনন্দে ভাসে বাংলাদেশের মেয়েরা।
সাফে বাংলাদেশের মেয়েদের এটি টানা দ্বিতীয় শিরোপা। ২০২২ সালে অনুষ্ঠিত গত আসরের শিরোপা-নির্ধারণী ম্যাচও হয়েছিল এই দুদলের মধ্যে; ভেন্যুও ছিল একই। সেবার নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল বাংলাদেশ।
http://dlvr.it/TFthlT
0 Comments