Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মণ্ডপে সংগীত পরিবেশনের ‘পেছনের উদ্দেশ্যে’ খতিয়ে দেখা হচ্ছে: পুলিশ

চট্টগ্রাম নগরের একটি পূজামণ্ডপে ইসলামি ভাবধারার সংগীত পরিবেশনের পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (অপরাধ ও অভিযান) রইছ উদ্দীন শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
নগরের রহমতগঞ্জের জে এম সেন হলে বৃহস্পতিবার সন্ধ্যার অনুষ্ঠানে চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের একটি সাংস্কৃতিক সংগঠনের ছয় সদস্য দুটি গান পরিবেশন করেন।
সংগঠনটির সদস্যরা শাহ আবদুল করিমের বিখ্যাত গান আগে কি সুন্দর দিন কাটাইতাম এবং শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান গান দুটি পরিবেশন করে।
গান দুটির মধ্যে শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম গানটির খণ্ডাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সংগঠনটি মঞ্চে গান পরিবেশন করে। সংগঠনটি জামায়াতে ইসলামী সমর্থিত বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় সমালোচনার মুখে বৃহস্পতিবার রাতে সজল দত্তকে কমিটি থেকে বহিষ্কার করা হয়।
পুলিশ জানায়, মণ্ডপে গান গাওয়ার ঘটনায় শহীদুল ইসলাম ও নুরুল করিম নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনই মাদ্রাসার শিক্ষক।
এ ঘটনায় চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।
রইছ উদ্দীন বলেন, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক দুজন হলেন তানজিমুল উম্মাহ মাদ্রাসার শিক্ষক শহীদুল করিম ও দারুল ইরফান একাডেমির শিক্ষক নুরুল ইসলাম। বৃহস্পতিবার রাতে নগরের পৃথক স্থান থেকে এই দুজনকে আটক করা হয়।
প্রাথমিকভাবে জানতে পেরেছি চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটির জয়েন্ট সেক্রেটারি সজল দত্তের আমন্ত্রণে তারা সেখানে সংগীত পরিবেশন করেছেন। সজলের অনুরোধে তারা ছয়জন মঞ্চে উঠে সংগীত পরিবেশন করেন।
উপকমিশনার রইছ উদ্দীন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য সজল দত্তের খোঁজ করছি। এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনার পেছনে রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা জানতে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, তবে প্রাথমিকভাবে মনে হয়েছে, এই সংগীত পরিবেশনের কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার বিষয়টি রয়েছে।
রইছ উদ্দিন জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যদেরও ধরার চেষ্টা করা হচ্ছে। যিনি গান গাইতে ডেকেছেন, পূজা কমিটির সেই নেতা সজল দত্তকেও জিজ্ঞাসাবাদ করা হবে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সব বিষয় মাথায় রেখে তদন্ত হচ্ছে।


http://dlvr.it/TFDwf9

Post a Comment

0 Comments