Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বরিশালের শের-ই-বাংলা মেডিক্যালে আগুন

বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে রোববার সকালে আগুনের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
হাসপাতালের নতুন ভবনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করেছে। এ ছাড়াও স্থানীয় স্বেচ্ছাসেবীরা আগুন নেভাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এগিয়ে এসেছে।
হাসপাতালের উপপরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন জানান, সকাল ১০টার দিকে হাসপাতালের নিচ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ধোঁয়া বেরোতে থাকে। তীব্র ধোঁয়া হাসপাতাল ভবনের পুরো পাঁচ তলায় ছড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের লোকজন এসে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করাসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ধোঁয়া বের হওয়া বন্ধ হয়নি।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে সেখানে থাকা প্রায় ৫০০ রোগীকে সরিয়ে নেয়া হয়। বর্তমানে রোগীদের হাসপাতালের বাইরে মাঠে রাখা হয়েছে। তাদের হাসপাতালের পুরোনো ভবনে নিয়ে চিকিৎসা চালিয়ে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।
আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি হাসপাতালের উপপরিচালক।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজন শামিম আহম্মেদ জানান, ধোঁয়ায় সব আচ্ছন্ন হয়ে যাওয়ার পর রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই তাড়াহুড়া করে বাইরে বের হয়ে আসতে থাকে।
তিনি আরও বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ রয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।


http://dlvr.it/TFHchS

Post a Comment

0 Comments