Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

চট্টগ্রামে বিনা মূল্যে ডেঙ্গু টেস্টের উদ্যোগ মেয়র শাহাদাতের

চট্টগ্রামে বিনা মূল্যে ডেঙ্গু টেস্ট করানোর উদ্যোগ নিয়েছেন নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন।
নগরের দক্ষিণ খুলশীর চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভিআইপি হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শুক্রবার তিনি এ সেবার কথা উল্লেখ করেন।
মেয়র শাহাদাত বলেন, ‘নগরীর মেমন হাসপাতালের ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল স্থাপন করেছি। কারও ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শক্রমে সেখানে বিনা মূল্যে এনএস-১ এন্টিজেন টেস্ট করাতে পারবেন।
‘ফ্রি টেস্টের পাশাপাশি আক্রান্তদের সেবা দিতে প্রস্তুত আমাদের চিকিৎসকরা। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন ওয়ার্ডে সচেতনতা বাড়ানোর কার্যক্রম চালু করা হয়েছে এবং মশার লার্ভা ধ্বংস করতে স্প্রে ব্যবহার করা হচ্ছে।’
তিনি বলেন, ‘জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা জন্মায়, যা ডেঙ্গু রোগ বিস্তারের জন্য দায়ী। এ জন্য বাড়ির আঙিনার কোথাও পানি জমতে দেয়া যাবে না।
‘ছাদে বা বারান্দায় ফুলের টব বা পানির টব খালি রাখার অভ্যাস গড়ে তুলতে হবে, যা নগরবাসীর সচেতনতার মধ্য দিয়ে সম্ভব।’


http://dlvr.it/TG4vWc

Post a Comment

0 Comments