Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

দেশে নারীর সংখ্যা পুরুষের চেয়ে ১৬ লাখ বেশি

২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এতে দেখা গেছে দেশে পুরুষের চেয়ে নারী উল্লেখযোগ্য সংখ্যায় বেশি।
মঙ্গলবার প্রকাশিত জনশুমারি অনুসারে, দেশের মোট জনসংখ্যার ৮ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ২৬৬ জন পুরুষ যা মোট জনসংখ্যার ৪৯ দশমিক ৫১ শতাংশ। অন্যদিকে নারীর সংখ্যা ৮ কোটি ৩৩ লাখ ৮১ হাজার ২৬৬ যা মোট জনসংখ্যার ৫০ দশমিক ৪৯ শতাংশ।
এ তথ্যানুসারে বর্তমানে দেশে পুরুষের চেয়ে নারী সংখ্যা ১৬ লাখ ১২ হাজার বেশি। শতকরা হারে এ সংখ্যা শূন্য দশমিক ৯৮ শতাংশ। অর্থ্যাৎ, প্রতি হাজারে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি প্রায় দশজন।
মোট জনসংখ্যার ৮ হাজার ১২৪ জন হিজড়া বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।
তবে জনসংখ্যা বাড়লেও দেশে বার্ষিক গড় জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেয়ে ১.২২ শতাংশে দাঁড়িয়েছে। ২০১১ সালে এর হার ছিল ছিল ১.৪৮ শতাংশ। পুরুষ ও নারীর ক্ষেত্রে এ হার যথাক্রমে ১.১২ ও ১.৩১ শতাংশ।


http://dlvr.it/SzQVjQ

Post a Comment

0 Comments