মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। পরদিন নির্বাচন কমিশনে এসে নিজের ভোটার স্থানান্তরের আবেদন করেছেন তিনি। সাকিব বর্তমানে রাজধানীর বনানীর ভোটার।
সোমবার নির্বাচন কমিশনে এসে ভোটার স্থানান্তরে আবেদন করেন সাকিব। এদিন তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, ইসি সচিব মো. জাহাংগীর আলম ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীরের সঙ্গে দেখা করেন।
জানা গেছে, সাকিব আল হাসান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার। এখন তিনি স্থায়ী ঠিকানা মাগুরায় ভোটার হতে চান। তিনি ভোটার এলাকা বনানী থেকে পরিবর্তন করে মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে স্থানান্তরের আবেদন করেছেন।
নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটার স্থানান্তরর অনুমোদন দেয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের। ওই হিসাবে তিনি ইসিতে আবেদন করেন।
http://dlvr.it/SzNQHC
0 Comments