Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কলাবাগান মাঠে জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি জনসভায় যোগ দিতে রাজধানীর কলাবাগান মাঠে জড়ো হচ্ছেন শাসক দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। উৎসবের আমেজে ঢাকঢোল পিটিয়ে, গান বাজিয়ে সভায়স্থলে আসছেন তারা। ইতোমধ্যে বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে কলাবাগান মাঠ ভরে উঠেছে। মাইকে গান বাজছে- শেখ হাসিনার সরকার, বারবার দরকার; জয় বাংলা, জিতবে এবার নৌকা।
জনসভা উপলক্ষে সোমবার সকাল ১১টার পর থেকেই কলাবাগান মাঠে আসতে শুরু করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন চারপাশের এলাকা। তাদের অনেকের হাতেই দেখা যায় সমর্থিত প্রার্থীর প্ল্যাকার্ড, ব্যানার কিংবা ছবি।
প্রসঙ্গত, দুপুর ২টা থেকে আওয়ামী লীগের এ নির্বাচনি জনসভা শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে এই জনসভার আয়োজন করেছে। এতে রাজধানীর সবগুলো আসনের নৌকার প্রার্থী উপস্থিত থাকবেন। জনসভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।
এর আগে, গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) আওয়ামী লীগ জনসভার অনুমতি চেয়ে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কাছে চিঠি দেয়। সেদিনই এক চিঠিতে নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন এবং নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা অনুসরণের ২০টি শর্তে জনসভা আয়োজনের অনাপত্তি দেয় ডিএমপি।


http://dlvr.it/T0qC4X

Post a Comment

0 Comments