বরিশালের হিজলায় অস্ত্র তৈরির সময় এক যুবককে আটক করেছে পুলিশ।
উপজেলার হিজলা গৌরবদী এলাকার একটি বাড়ি থেকে রোববার দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয়। ওই সময় দুটি দেশীয় ধারালো অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করে পুলিশ।
আটক ব্যক্তির নাম আজিজ সরদার।
হিজলা থানার ওসি জুবাইর আহমেদ বলেন, আটক ব্যক্তির কোনো দলীয় পরিচয় নেই। তবে তিনি স্বীকার করেছেন টাকার বিনিময়ে দেশীয় অস্ত্র তৈরি করে বিভিন্ন এলাকায় সরবারহ করতেন। আমরা তদন্ত করে দেখছি। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
হিজলা গৌরবদী ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড মেম্বার লাবনী আক্তারের অভিযোগ, মূলত বরিশাল-৪ আসনে বর্তমান সংসদ সদস্য পংকজ নাথের কর্মী সমর্থকদের ওপর হামলা করতে এই অস্ত্র তৈরি করেন আজিজ সরদার।
লাবনী আক্তার বলেন, এলাকাবাসী অস্ত্রের কারিগর আজিজ সরদারকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে আমিও সেখানে যাই। আজিজ সবার সামনে স্বীকার করেছেন তিনি শাম্মী আহমেদের হয়ে কাজ করছেন। প্রতিদিন ৫০০ টাকা মজুরিতে দেড় থেকে দুইশ অস্ত্র তৈরি করে পৌঁছে দিতেন আজিজ।
এ বিষয়ে শাম্মী আহমেদের মোবাইল ফোনে কল করেও তাকে পাওয়া যায়নি।
বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. শাম্মী আহমেদের দ্বৈত নাগরিকত্ব থাকায় তার প্রার্থিতা বাতিল করে দেয় নির্বাচন কমিশন। ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন বর্তমান সংসদ সদস্য পংকজ নাথ। ওই আসনে জাতীয় পার্টি ও সাংস্কৃতিক মুক্তিজোটের দুজন প্রার্থী রয়েছে।
http://dlvr.it/T0q8v2
0 Comments