Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

জাবিতে থার্টি ফার্স্ট নাইটে ১০টার পর বাইরে থাকতে মানা

উচ্ছৃঙ্খল ও অবাঞ্ছিত কর্মকাণ্ড এড়াতে থার্টি ফার্স্ট নাইটে (৩১ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের রাত ১০টার ভেতর স্ব স্ব হলে অবস্থান করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই নির্দেশ দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-ছাত্রীদের অবশ্যই রাত ১০টার মধ্যে নিজ হলে প্রবেশ করতে হবে। শিক্ষার্থীদের পরিচয়পত্র তাদের সঙ্গে রাখতে হবে। হলের ভেতরে বা বাইরে মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ এবং কোনো প্রকার উচ্ছৃঙ্খল আচরণ ও উসকানিমূলক বক্তব্য দেয়া যাবে না। কোনো বহিরাগতকে হলে অবস্থান করতে দেয়া হবে না। ক্যাম্পাসে ক্যাম্প ফায়ার, আতশবাজি ও পটকা ফোটানো যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩১ ডিসেম্বর (রোববার) বিকেল ৫টা থেকে ২ জানুয়ারি (মঙ্গলবার) ভোর ৬টা পর্যন্ত জয় বাংলা গেট ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্য সব গেট বন্ধ থাকবে এবং বহিরাগত কোনো মোটরসাইকেল, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, কার ইত্যাদি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। বহিরাগতদের বিকেল ৫টার আগে ক্যাম্পাস ত্যাগ করতে হবে। বটতলাসহ ক্যাম্পাসের অভ্যন্তরীণ সব দোকান রাত ১০টার মধ্যে বন্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এ ছাড়াও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন রাখা হবে এবং পুলিশ টহলের ব্যবস্থা করা হবে।


http://dlvr.it/T0SgM3

Post a Comment

0 Comments