বাড়তি মাইক ব্যবহার করে প্রচারণার দায়ে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্র নায়িকা মাহিয়া মহিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার সন্ধ্যায় রাজশাহীর তানোর পৌর এলাকার গোল্লা পাড়া বাজারে তানোরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
এক সঙ্গে তিনটির বেশি মাইক ব্যবহার করে প্রচারণা এবং যানবাহনে পোস্টার ব্যানার ব্যবহার করায় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০০৮ এর ধারা ১৮ (১) মোতাবেক মাহিকে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত জানান, তিনটির জায়গায় সাতটি মাইক ব্যবহার করে প্রচারণা চালানো হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত ট্রাক প্রতীককে জরিমানা করে। এই এলাকায় মাহিয়া মাহির ট্রাক প্রতীকের সমন্বয়কারী হিসেবে রয়েছেন পলাশ নামে একজন। তাকে ডেকে পাঠানো হয়েছিল। তিনিই জরিমানা পরিশোধ করে গেছেন।
একই আসনের গোদাগাড়ীতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে অতিরিক্ত ক্যাম্প স্থাপন করায় নৌকা ও কাঁচি প্রতীকের দুটি নির্বাচনি ক্যম্প বন্ধ করে দেয়া হয়েছে এবং সংশ্লিষ্ট দুই প্রার্থীকে জরিমানা করা হয়েছে।
রোববার বিকেলে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন এই অভিযান চালান।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আচরণবিধি লঙ্ঘন করে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের বিরইল এলাকায় নৌকার সমর্থক মো. খোকন অতিরিক্ত নির্বাচনি ক্যাম্প স্থাপন করেন। সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়ায় নির্বাচন আচরণবিধি আইন মোতাবেক ২ হাজার টাকা জরিমানা ও ক্যাম্প তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয়।
একই অপরাধে পাকড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীর কাঁচি প্রতীকের কর্মী আবুল হোসেনকে ২ হাজার টাকা জরিমানা এবং ওই ক্যাম্প বন্ধ করে দেয়া হয়।
আতিকুল ইসলাম বলেন, কোনো অনিয়ম চোখে ও অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
http://dlvr.it/T0ZSjD
0 Comments