Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পেঁয়াজ: রোববার কোন জেলায় কত ছিল দাম

ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে পেঁয়াজের মূল্য তদারকিতে রোববার দ্বিতীয় দিনের মতো দেশের বিভিন্ন বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সেই অভিযানে বিভিন্ন বিভাগীয় শহর ও জেলার বাজারে পেঁয়াজের যে দাম পাওয়া গেছে, তা তালিকা আকারে প্রকাশ করেছে রাষ্ট্রীয় সংস্থাটি।
তালিকায় দেখা যায়, রাজধানীর কারওয়ান বাজারে রোববার ভারতীয় পেঁয়াজ পাইকারিতে ১৬৫ টাকা কেজি দরে বিক্রি হয়। দেশি পুরাতন পেঁয়াজ বিক্রি হয় কেজিপ্রতি ১৮৫ টাকা।
একই বাজারে ভারতীয় পেঁয়াজের কেজিপ্রতি খুচরা বিক্রয়মূল্য ছিল ১৭৫ টাকা। আর দেশীয় পুরাতন পেঁয়াজের কেজি ছিল ২০০ টাকা।
ভোক্তা-অধিকারের তালিকা অনুযায়ী, সপ্তাহের প্রথম কর্মদিবসে পাইকারিতে কেজিপ্রতি পেঁয়াজের সর্বোচ্চ বিক্রয়মূল্য ২১০ টাকা ছিল ব্রাহ্মণবাড়িয়ায়। জেলায় পাইকারি বাজারে ২০৫ থেকে ২১০ টাকা দরে বিক্রি হয় পুরাতন দেশি পেঁয়াজ। অন্যদিকে পাইকারিতে কেজিপ্রতি পেঁয়াজের সর্বনিম্ন বিক্রয়মূল্য ১৩৫ থেকে ১৪০ টাকা ছিল মেহেরপুরে।
রাষ্ট্রীয় সংস্থাটির তালিকা অনুযায়ী, রোববার খুচরা বাজারে পেঁয়াজের কেজিপ্রতি সর্বোচ্চ বিক্রয়মূল্য ২২০ টাকা ছিল ব্রাহ্মণবাড়িয়া, খুলনা ও চট্টগ্রামে। একই দিনে খুচরায় পেঁয়াজের কেজিপ্রতি সর্বনিম্ন বিক্রয়মূল্য ১০০ টাকা ছিল টাঙ্গাইলে। জেলায় রোববার ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হয় চায়না পেঁয়াজ।
দেশের বিভিন্ন জেলায় রোববার পাইকারি ও খুচরা বাজারে নানা ধরনের পেঁয়াজের মূল্য দেখতে ক্লিক করুন এই লিংকে।


http://dlvr.it/Szz2X0

Post a Comment

0 Comments