কুমিল্লায় ছাত্রদের প্রাইভেট পড়ানোর সময় তাদের সামনেই এক শিক্ষককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের নলকুড়ি গ্রামে নিজ বাড়িতে ছাত্রদের পড়ানোর সময় হামলার শিকার হন তিনি।
নিহত ৪৮ বছর বয়সী ওই শিক্ষকের নাম গোলাম রসূল ওরফে লিটন। তিনি স্থানীয় নূরানী কিন্ডার গার্টেনের শিক্ষক ছিলেন।
এ ঘটনায় আটক হয়েছেন একই গ্রামের শাহ আলমের ছেলে ৩০ বছর বয়সী সাফায়াত আলী।
কুপিয়ে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।
তিনি জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ খুঁজতে সাফায়াতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নলকুড়ি এলাকার মজুমদার বাড়ির তফাজ্জল হোসেনের ছেলে গোলাম রসূল লিটন স্থানীয় একটি নূরানী কিন্ডার গার্টেনে শিক্ষকতার পাশাপাশি সন্ধ্যায় ছাত্রদের প্রাইভেট পড়াচ্ছিলেন। সাফায়াত হঠাৎ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে।
এ ঘটনার পর শাফায়াত পালিয়ে যাওয়ার সময় রাত সোয়া নয়টার দিকে পুলিশের হাতে আটক হন।
http://dlvr.it/T3k7c8
0 Comments