Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পটুয়াখালী পৌর নির্বাচন: আচরণবিধি লঙ্ঘন, মেয়রকে শোকজ

আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় পটুয়াখালী পৌরসভার মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র মহিউদ্দিনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে।
জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবি শাহানুর বুধবার মেয়র মহিউদ্দিনকে এ নোটিশ দেন।
নোটিশে উল্লেখ করা হয়, পত্র প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে উক্ত ঘটনার সন্তোষজনক জবাব দিতে না পারলে মেয়র প্রার্থী মহিউদ্দিন আহমেদের প্রার্থিতা বাতিল করা হবে।
কী আছে নোটিশে
নোটিশে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে আপনাকে জানানো যাচ্ছে যে, পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা-২০১৫-এর বিধি ১১ (২) অনুযায়ী নির্বাচনপূর্ব সময়ে কোনো প্রকার মিছিল বা কোনোরূপ শোডাউন করা যাইবে না। উক্ত নির্দেশনা থাকা সত্ত্বেও আপনার কর্মী-সমর্থকবৃন্দ গত ৫ মার্চ, ২০২৪ ইং তারিখ আনুমানিক বিকেল সাড়ে চারটার দিকে পটুয়াখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের সবুজবাগ এলাকায় আচরণবিধি ১১ (২) লঙ্ঘন করে মিছিল ও শোডাউন করেছেন, যার ভিডিও ক্লিপ সংযুক্ত রয়েছে।
এমতাবস্থায় আপনার কর্মী-সমর্থক কর্তৃক আচরণবিধি লঙ্ঘন করায় কেন আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রার্থিতা বাতিলের সুপারিশ করা হবে না, তা পত্র প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার খান আবি শাহানুর বলেন, মেয়র প্রার্থী মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের ভিডিওসহ অভিযোগ পেয়েছি। সে কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
২৪ ঘণ্টার মধ্যে উক্ত নোটিশের জবাব সন্তোষজনক না হলে তার প্রার্থিতা বাতিলের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে লিখিত দেয়া হবে। তখন কমিশন সিদ্ধান্ত নেবে। তখন তার সিদ্ধান্তে মহিউদ্দিনের প্রার্থিতা বাতিল হতেও পারে।


http://dlvr.it/T3kHGz

Post a Comment

0 Comments