ইসরায়েলি সেনাদের কৌশলে সুড়ঙ্গে নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে হত্যা ও বেশ কয়েকজনকে বন্দি করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকতার সশস্ত্র গোষ্ঠী হামাস।
হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডস গাজার জাবালিয়ায় ওই হামলা চালায় বলে তাদের মুখপাত্র আবু উবাইদার এক অডিও বার্তার বরাতে প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।
টেলিগ্রামে ওই মুখপাত্র বলেন, হামাস যোদ্ধারা শনিবার ইসরায়েলি সেনাদের কৌশলে সুড়ঙ্গে নিয়ে আসে এবং তাদের ওপর অতর্কিত হামলা চালায়।তিনি বলেন, ইসরায়েলি সেনাদের ওই দলটির সদস্যদের হত্যা, আহত এবং বন্দি করা হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) রোববার হামাসের এই দাবি অস্বীকার করেছে। সেনাদের বন্দি করার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা।
ইসরায়েলে গত ৭ অক্টোবরের হামাসের হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন। তারা আরও ২৫২ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান। ওই সময়ই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এতে প্রায় ৩৬ হাজারের মতো মানুষ নিহত হয়েছেন।
নানা ঘটনার মধ্যে গাজা উপত্যকায় হামাসের একটি সুড়ঙ্গে থেকে গত মে মাসের মাঝামাঝি তিন জিম্মির মরদেহ উদ্ধারের কথা জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।
http://dlvr.it/T7Q8Dj
0 Comments