Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কক্সবাজারে আর্বান ডেভেলপমেন্ট প্ল্যান উপস্থাপন

সম্প্রসারিত কক্সবাজারের পরিকল্পিত নগরায়নের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর ওপর প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির হ্রাস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কক্সবাজার শহরের অভিজাত এক আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে টুমোরোস সিরিজ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির গবেষণা প্রকল্পের আওতায় মাল্টি-হ্যাজার্ড রেসিলিয়েন্ট অ্যান্ড ইকুইটেবল ফিউচার সিরিজ শীর্ষক সেমিনারে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কমোডর মোহাম্মদ নুরুল আবছার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদুর রহমান হাবিব, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন ড. মুহাম্মদ রাশিদুল হাসান, এনএসইটি-নেপালের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. রামেশ গুরাগাইন, চুয়েটের পুরকৌশল বিভাগের চেয়ারম্যান ড. মো. বশির জিসান।
সেমিনারে স্টক হোল্ডারসহ বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত ৭০ জন ব্যক্তি অংশগ্রহণ করেন।
আয়োজকরা সেমিনারে ২০৫০ সালের জন্য কক্সবাজারের জালিয়াপালং ইউনিয়নের দুর্যোগ প্রতিরোধী ও সকলের জন্য সুবিধাসম্পন্ন গবেষণালব্দ একটি সম্ভাব্য আর্বান ডেভেলপমেন্ট প্ল্যান উপস্থাপন করেন।
যুক্তরাজ্যের রিসার্স অ্যান্ড ইনোভেশন গ্লোবাল চ্যালেঞ্জ রিসার্স ফান্ডের অর্থায়নে গবেষণাকর্মটি সম্পন্ন করা হয়।
আয়োজকরা জানিয়েছেন, গবেষণা প্রকল্পটিতে এলাকাবাসীর চাহিদা অনুযায়ী বিভিন্ন দুর্যোগের জন্য পলিসির সমন্বয়ে ডেভেলপমেন্ট প্ল্যানিং সম্পন্ন করা হয়েছে। এতে ভূমিকম্প, ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকাণ্ড ও ভূমিধ্বসসহ নানা দুর্যোগের জন্য জালিয়াপালংয়ের ঝুঁকির পাশাপাশি সম্ভাব্য আর্থিক ও সামাজিক ক্ষতি নিরুপণ করা হয়েছে।


http://dlvr.it/T7Ndb1

Post a Comment

0 Comments