Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কমলগঞ্জে টিলা ধসে নারী চা শ্রমিকের মৃত্যু, আহত ৩

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বনবিটের অধীন কালেঞ্জি খাসিয়া পুঞ্জি এলাকায় কাজ করতে গিয়ে টিলা ধসে চা বাগানের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জের সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বেকার নারীসহ কয়েকজন শ্রমিক পাশের আদমপুর বনবিট এলাকার কালেঞ্জি খাসিয়া পুঞ্জিতে কাজ করতে যান। কাজের সময়ে একটি টিলার অংশ ধসে পড়লে মাটিচাপায় গীতা কাহার নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা একই বাগানের মেঘনাথ বেনবংশী, রাজেশ গৌড় ও প্রদীপ কূর্মী আহত হন।
স্থানীয় ইউপি সদস্য দেবাশীষ চক্রবর্তী শিপন জানান, আহতদের পাত্রখোলা চা বাগান হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
স্বামী পরিত্যক্তা গীতা কাহার পাত্রখোলা চা বাগানের নতুন লাইনের মৃত শংকর কাহারের কন্যা।
আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ও মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এরা বনবিট এলাকায় খাসিয়া পুঞ্জিতে কাজে ছিল। বৃহস্পতিবার বিকেলে গীতা কাহারের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ঘটনার সংবাদ পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেয়া হবে।


http://dlvr.it/T7c9QP

Post a Comment

0 Comments