Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

৪৪ মিলিয়ন শেয়ার হয়েছে ‘অল আইজ অন রাফা’

গাজার রাফা শহরের শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। এই মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যা বয়ে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার অল আইজ অন রাফা স্লোগানটি নিয়ে।
রোববার রাফার একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় আগুন লেগে ৪৫ জন মারা যায়। নিহতদের অধিকাংশই ছিল নারী ও শিশু। অগ্নিকাণ্ডে দুইশজনের বেশি আহত হয়।
এ ঘটনার পর জাতিসংঘের এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ) একটি এক্স পোস্টে লিখেছে, গাজা অঞ্চল পৃথিবীর বুকে নরকে পরিণত হয়েছে। পরিবারগুলো আশ্রয় খুঁজছে, যুদ্ধ থেকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু গাজা উপত্যকায় নিরাপদ জায়গা বলে কিছু নেই। এখানে কেউ নিরাপদ নয়; বেসামরিক লোকও নয়, আবার কোনো সংস্থার কর্মীও নয়। কাউকে রেহাই দেয়া হয়নি। আমাদের দরকার এখন যুদ্ধবিরতি।
ওই হামলা বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে। অনেকে এ ঘটনার নিন্দা করেছেন; অনেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের দপ্তরের পরিচালক রিক পিপারকর্নের একটি বিবৃতি থেকে আসে অল আইজ অন রাফা স্লোগানটি। ফেব্রুয়ারিতে তিনি এই মন্তব্য করেন।
সেসময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের অবশিষ্ট ঘাঁটি রাফাতে হামলার আগে রাফাহ থেকে স্থানীয় বাসিন্দা ও শরণার্থীদের উচ্ছেদের নির্দেশ দেন।
অল আইজ অন রাফা কৃত্রিম বুদ্ধিমত্তার এই স্লোগানটিই এখন ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে জনপ্রিয় স্লোগানে পরিণত হয়েছে। খবর বাসস

বলিউডের প্রভাবশালী তারকাদের অনেকেই এই হ্যাশট্যাগ ব্যবহার করে গণহত্যা, শিশুহত্যা ও যুদ্ধের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেছেন।
এর মধ্যে রয়েছেন প্রিয়াংকা চোপড়া, আলিয়া ভাট, কারিনা কাপুর, বরুণ ধাওয়ান, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি, সোনম কাপুর, কঙ্কনা সেন শর্মা, ইলিয়ানা ডিক্রুজ, আয়শা তাকিয়া, নোরা ফাতেহি, ফাতিমা সানা শেখ, সামান্থা রুথ প্রভু, দিয়া মির্জা ও স্বরা ভাস্করের মতো তারকারা।
এ ছাড়াও জওয়ান সিনেমার পরিচালক অ্যাটলি, সাবেক টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা, কৌতুক অভিনেতা বীর দাস, সংগীতশিল্পী শিল্পা রাওসহ অনেকেই তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে অল আইজ অন রাফা লেখা ভাইরাল ছবিটি শেয়ার করেছেন।
পাশাপাশি জনপ্রিয় সংগীতশিল্পী ডুয়া লিপা, অভিনেতা পেড্রো প্যাসকেল, মডেল বেলা হাদিদসহ আন্তজার্তিক অনেক তারকাও এই ছবিটি শেয়ার করেছেন। বুধবার গভীর রাত পর্যন্ত ছবিটি ৪৪ মিলিয়ন বার শেয়ার হয়েছে।
এদিকে হামাস-নিয়ন্ত্রিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি প্রতিশোধমূলক হামলায় এখন পর্যন্ত ৩৬ হাজার ১৭১ জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।


http://dlvr.it/T7cKLL

Post a Comment

0 Comments