Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বেনজীরের বিরুদ্ধে আদালতের ব্যবস্থায় সমর্থন আছে সরকারের: অর্থমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছে তাতে সরকারের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
রোববার আইএমএফ নির্বাহী পরিচালক কৃষ্ণমূর্তি ভেঙ্কারা সুব্রামানিয়ানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
সাবেক পুলিশপ্রধান বেনজীরের বিরুদ্ধে সম্প্রতি গণমাধ্যমে নানা অনিয়মের অভিযোগ নিয়ে খবর প্রকাশ হয়। তার সম্পত্তি নিয়েও ওঠে প্রশ্ন। এ নিয়ে আদালত এরই মধ্যে তার ও পরিবারের সদস্যদের সম্পতি জব্দের আদেশ দিয়েছে।
ওই প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আপনারা দেখছেন সাবেক পুলিশপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। তার কি ক্ষমতা কম ছিল? বেনজীর আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছে, তাতে সরকারের সমর্থন রয়েছে।
বাংলাদেশকে দেয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের তৃতীয় কিস্তি আগামী জুন মাসে পাওয়া যাবে বলে এ সময় জানিয়েছেন অর্থমন্ত্রী।
মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি যাতে ডলারের প্রবাহ বাড়ানো যায়। এখানে অনেক নেগোসিয়েশন আছে। আশা করছি এ সমস্যার আমরা সমাধান করতে পারব। আমরা কাজ করছি। আইএমএফের নির্বাহী পরিচালক বলেছেন, আপনারা সঠিক পথে আছেন। আপনারা যে কাজ করছেন সমস্যা সমাধানে সেটাতে আমাদের সমর্থন আছে।
চুক্তি অনুযায়ী বাংলাদেশকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ প্রদান করবে আইএমএফ। তিনি বলেন, জুন মাসেই তারা দেবে। সেখানে কোন বাধা তো নেই।
তিনি আরও বলেন, আইএমএফ খেলাপি ঋণ কমিয়ে আনার বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছে। আমরা সে অনুযায়ী ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি ঋণখেলাপিদের ধরতে চাই।


http://dlvr.it/T7QPm1

Post a Comment

0 Comments