Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

অহঙ্কার চূর্ণ হয়েছে, মোদিকে চায় না ভারতের জনগণ: রাহুল গান্ধী

টানা তৃতীয় মেয়াদে সরকার গড়ার পথে থাকলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি। মঙ্গলবার ফলাফল ঘোষণার শুরু থেকেই বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে বিরোধী জোট ইন্ডিয়া।
বুথফেরত জরিপের প্রতিবেদন ভুল প্রমাণ করে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ২৩৩টি আসনে। তবে সর্বাধিক ২৯২টি আসনে এগিয়ে রয়েছে এনডিএই। ফলে সরকার গঠন করতে হলে জোটের শরিক দলগুলোর সঙ্গে সমঝোতা করা ছাড়া উপায় নেই বিজেপির।
ফলাফল ঘোষণা শুরু হওয়ার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, মোদী-অমিত শাহকে চায় না ভারতের জনগণ।
এই লড়াই ছিল সংবিধান রক্ষার লড়াই। ভারতের জনগণ সংবিধান ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ইন্ডিয়া জোটের পাশে দাঁড়িয়েছে। দেশের বঞ্চিত ও দরিদ্র শ্রেণি তাদের অধিকার রক্ষায় বিরোধী জোটকে সমর্থন করেছে।
এদিকে, ভোট গণনা চলাকালে মঙ্গলবার হঠাৎ করেই ভারতের শেয়ার বাজারের সূচকে বড় ধরনের পতন দেখা গেছে।
এই প্রসঙ্গ টেনে রাহুল বলেন, আপনারা নিশ্চয়ই আদানির স্টক দেখেছেন। ভারতের মানুষ জানে, মোদীর সঙ্গে আদানির সরাসরি সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক আসলে দুর্নীতির সম্পর্ক আছে।


http://dlvr.it/T7qWLW

Post a Comment

0 Comments