Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

দাবানল নিয়ন্ত্রণে লড়ছে ইসরায়েল

ইসরায়েলকে এবার দেশের উত্তরাঞ্চলে তীব্র দাবানল নিয়ন্ত্রণে লড়াই করতে হচ্ছে। প্রতিবেশী লেবানন থেকে রকেট ও ড্রোন হামলা চালানোর পর পরই এই দাবানল শুরু হয়েছে বলে জানা গেছে।
ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক ইউনিট কাজ করে যাচ্ছে। কিরিয়াত শমোনা এলাকায় বেশ কিছু বাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে, অগ্নিনির্বাপক দলের সদস্যদের সহায়তা করতে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। ঘন ধোঁয়ার কারণে আইডিএফের ছয় রিজার্ভ সেনা সামান্য আহত হয়েছে। যেসব জায়গায় আগুন লেগেছে সেনাবাহিনী তা নিয়ন্ত্রণে নিতে পেরেছে। আগুনের কারণে এই মুহূর্তে কারও জীবন ঝুঁকিতে নেই।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, তারা সেনাবাহিনীর সঙ্গে দাবানলের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
লেবাননের রকেট হামলার পর সোমবার এই আগুনের সূত্রপাত বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উল্লেখ করা হয়। প্রতিশোধ হিসেবে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে।


http://dlvr.it/T7qFFp

Post a Comment

0 Comments