Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

দুদকে হাজির হতে ১৫ দিন সময় চাইলেন বেনজীর

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হচ্ছেন না। বেনজীরের পক্ষে তার আইনজীবী এজন্য ১৫ দিন সময় চেয়ে দুদকে আবেদন করেছেন।
দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান।
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর এ নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। এর অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুদকে তলব করা হয়েছিল। কিন্তু এর মধ্যেই জানা গেছে যে তিনি স্ত্রী-সন্তানসহ দেশের বাইরে রয়েছেন।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বেনজীর ও তার পরিবারের স্থাবর-অস্থাবর সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দেয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য বেনজীর ও তার পরিবারের সদস্যদের চিঠি দেয় দুদক। বৃহস্পতিবার বেনজীর এবং রোববার তার স্ত্রী ও মেয়েদের দুদকে তলব করা হয়।
বেনজীর বৃহস্পতিবার দুদকে হাজির হচ্ছেন কি না- এমন প্রশ্নে বুধবার দুদক কমিশনার জহুরুল হক বলেন, আমি ঠিক জানি না। কিন্তু আমি শুনেছি যে তিনি (বেনজীর) সময় চেয়ে আবেদন করেছেন।
তদন্ত দল নতুন করে তলবের বিষয়ে সিদ্ধান্ত নেবে। কারণ এ বিষয়টি কমিশনের কাছে আসে না।


http://dlvr.it/T7vSkV

Post a Comment

0 Comments