Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ম্যাংগো ট্রেনের সঙ্গে ক্যাটেল ট্রেনেরও যাত্রা শুরু

ম্যাংগো স্পেশাল ট্রেনের সঙ্গে যুক্ত হয়ে এবার চালু হলো কোরবানির পশু পরিবহনে বাংলাদেশ রেলওয়ের ক্যাটেল স্পেশাল ট্রেন।
বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যায় পশু ও আমবাহী এ বিশেষ ট্রেনটি।
আম পরিবহনে আশানুরূপ সাড়া না মিললেও পশু পরিবহনের জন্য নির্ধারিত চারটি ওয়াগনই বুক হয়ে যায়। এদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে চারটি ওয়াগনে ৭১টি গরু ও ৯টি ছাগল নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
এর আগে, বিকেল ৪টা থেকে খামারি ও ব্যবসায়ীরা তাদের গরু-ছাগলগুলো ট্রেনে তোলার কাজ শুরু করেন, কিন্তু কয়েকটি গরু ট্রেনে ওঠাতে বেশ বেগ পেতে হয় খামারিদের। এর ফলে সন্ধ্যা ৬টার পরিবর্তে অন্তত ২০ মিনিট দেরিতে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছেড়ে যায় ট্রেনটি।
ট্রাকের চেয়ে ট্রেনে পশু পরিবহনে খরচ অনেক কম, সেইসঙ্গে নিরাপদ স্বস্তির যাত্রা। পাশাপাশি এড়ানো যায় পথের দীর্ঘ যানযট ও চাঁদাবাজীর বাড়তি খরচ, বলছেন খামারি ও ব্যবসায়ীরা।
চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ জানান, চতুর্থবারের মতো কম খরচে কোরবানির পশু পরিবহনের জন্য ক্যাটেল স্পেশাল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আরও দুদিন এ ট্রেন চলবে। ট্রেনে পশু পরিবহনে প্রতি ওয়াগনে ভাড়া ১৫ হাজার ৪৭০ টাকা। প্রতি ওয়াগনে ২০টি গরু পরিবহন করা যাবে।


http://dlvr.it/T8BSkQ

Post a Comment

0 Comments