Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ বৃহস্পতিবার

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের এক মাস পূর্তি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এ উপলক্ষে বৃহস্পতিবার শহীদি মার্চ করার ঘোষণা দিয়েছেন প্ল্যাটফর্মটির সমন্বয়করা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
সারজিস আলম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত লোকজনের স্মরণে এ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বেলা তিনটায় শুরু হবে। এরপর সেটি ধানমন্ডি ৩২, ফার্মগেট, কারওয়ান বাজার হয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিরবে।
সবাইকে এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান সারজিস।
শহীদি মার্চে শহীদদের ছবিসহ নতুন সরকারের কাছে প্রত্যাশা ব্যানার, ফেস্টুনে থাকতে পারে বলে জানান সারজিস।
সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুদারসহ অন্য সমন্বয়করাও উপস্থিত ছিলেন।


http://dlvr.it/TCp2j9

Post a Comment

0 Comments