Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সচিবালয়ের সামনে আনসারদের লাঠির আঘাতে আহত গাড়িচালকের মৃত্যু

সচিবালয়ের সামনে আনসারদের আন্দোলনের সময় লাঠির আঘাতে আহত গাড়িচালক মোহাম্মদ শাহিন হাওলাদারের (৪৫) মৃ্ত্যু হয়েছে।
ভাড়ায় চালিত গাড়ির চালক ছিলেন তিনি।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বুধবার সকাল আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়।
গত ২৫ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে সচিবালয়ের সামনে আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার সময় লাঠির আঘাতে গুরুতর আহত হন শাহিন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
শাহিনের ছেলে মোহাম্মদ বিশাল বলেন, আমার বাবার সচিবালয়ের সামনে রেন্ট-এ-কার অফিস রয়েছে। সেখানকার গাড়ি চালাতেন।
রাত সাড়ে ৯টার দিকে সচিবালয়ের সামনে আন্দোলনরত আনসার সদস্যদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষের সময় আমার বাবা আনসারের লাঠির আঘাতে আহত হন। পরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালের দিকে বাবা মারা যান।
তিনি আরও বলেন, আমাদের বাড়ি বাগেরহাট জেলার মোংলা থানার দক্ষিণ বাজিকারের খণ্ড গ্রামে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


http://dlvr.it/TCp71j

Post a Comment

0 Comments